Advanced
Search
  1. Home
  2. গাড়িতে চড়লেই বমিভাব? জেনে নিন টোটকা।

গাড়িতে চড়লেই বমিভাব? জেনে নিন টোটকা।

  • 21/03/2024
  • 0 Likes
  • 81 Views
  • 0 Comments

বাস, ট্রেন বা প্লেনে চড়ার সময় অনেকের বমি বমি ভাব হতে পারে! গাড়িতে চড়ার সময় বমির এই সমস্যাকে মোশন সিকনেস বলে। এটি মূলত মস্তিষ্কের সমস্যা।

আমাদের কান শরীরের গতি ও জড়তাকে ভারসাম্যপূর্ণ রাখে। গাড়িতে চড়ার সময়, কান মস্তিষ্কে তথ্য পাঠায় যে সে গতিশীল। কিন্তু চোখ অন্য গল্প বলে।

কারণ, তার সামনে বা পাশের ব্যক্তি বা গাড়ির সিট স্থির আছে। চোখ এবং কানের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে মোশন সিকনেস হয়।

গাড়িতে চড়লেই বমিভাব? জেনে নিন টোটকা
গাড়িতে চড়লেই বমিভাব? জেনে নিন টোটকা

এতে বমি হয়, অসুস্থ বোধ হয়। আর এসব সমস্যা দূর করার অন্যতম উপায় হলো আদা। আদা পেট প্রশমিত করে। এটি দ্রুত বমি বমি ভাব বা বমিভাব কমায়। জেনে নিন কীভাবে বমি কমাতে আদা ব্যবহার করবেন-

একটি তাজা আদা নিন। খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। ভ্রমণের সময় পাত্রটি বহন করুন। গাড়িতে চড়ার পর যদি বমি বমি ভাব বা বমি হয়, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিন।

Leave Your Comment