Advanced
Search
  1. Home
  2. গলায় মাছের কাটা ফুটলে কি করা উচিত ও গলার কাটা বের না হলে করনীয় কি
গলায় মাছের কাটা ফুটলে কি করা উচিত ও গলার কাটা বের না হলে করনীয় কি

গলায় মাছের কাটা ফুটলে কি করা উচিত ও গলার কাটা বের না হলে করনীয় কি

  • 22/03/2024
  • 0 Likes
  • 53 Views
  • 0 Comments

গলায় মাছের কাঁটা বিঁধলে তা নামানোর জন্য আমরা নানা পন্থা অবলম্বন করি। তাদের মধ্যে কিছু পন্থা কাজ করে আবার কিছু পন্থা কাজ করেনা। হোমিওপ্যাথিতে গলায় মাছের কাঁটা বিঁধলে তা একদিনের মধ্যে নামানোর জন্য একটি ট্রিটমেন্টে রয়েছে। যাই হোক, প্রথমে আপনাকে ঘরোয়া কিছু সমাধানের কথা বলি।

 

গলায় মাছের কাঁটা বিঁধলে প্রথমেই খাওয়া হয় পানি, তারপর ভাতকে মুঠো করে খেয়ে ফেলা হয়। কিন্তু এতেও যদি কাঁটা না নামে, তাহলে কী করবেন?

 

জেনে নিন  ভিন্নরকম কৌশল

১. গলায় কাঁটা বিঁধলে হালকা গরম পানির সাথে সামান্য লবণ মিশিয়ে পান করুন। কাঁটা নরম হবে।

২. ভাতকে ছোট বল বানিয়ে নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন।

একটা কলা খান। দেখবেন কলা খেয়ে কাঁটা নেমে গেছে।

৪. এক টুকরো লেবু নিয়ে তাতে সামান্য লবণ মিশিয়ে লেবুর রস চুষে নিন। কাঁটা নরম হবে।

৫.  পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলে লেবুর মতোই কাজ হবে।

৬. সামান্য অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা নেমে যাবে।

 

গলায় মাছের কাটা ফুটলে হোমিও ঔষধ

হোমিওপ্যাথির ওষুধের নাম সিলেসিয়া। এই হোমিওপ্যাথি বড়ি বিশেষ করে মাছের কাঁটা গলিয়ে, গলার ব্যথা কমায়।

 

শিশুর গলায় মাছের কাটা

এক টুকরো লেবু নিন, তাতে সামান্য লবণ ও লেবুর রস মিশিয়ে আপনার বাচ্চাকে ৫ মিনিট রাখুন এবং ৫ মিনিট পর কাঁটা নরম হয়ে যাবে।

 

গলায় মাছের কাটা বিঁধলে কোন দোয়া পড়তে হয়

আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।

 

দোয়াটি হলো

فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ

উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’

অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।

(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।

 

সাবধাণতাঃ বিষেশকরে শিশুদের মাছ খেতে দিলে অবশ্যয় নিজে মাছের কাটাগুলো বেছে দিবেন।

Leave Your Comment

error: Content is protected !!