Doctor list
About “সাওল হার্ট সেন্টার (বিডি) লি.,চট্টগ্রাম – Sawal Heart Centre Bd Ltd, Chittagong”
সাওল হার্ট সেন্টার চট্টগ্রাম
সবার জন্য সু-স্বাস্থ্য নিশ্চিতকরনের লক্ষ্যে চট্টগ্রাম শহররে প্রান কেন্দ্র অবস্হিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বক্ষ্ব্যাধি বিশেষায়িত হাসপাতাল। এতে রয়েছে বক্ষ্ব্যাধি রোগীর স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা ।
চিকিৎসা
কার্ডিয়াক ডিটক্স:
কার্ডিয়াক ডিটক্স চিকিৎসা ব্যবস্থায় একটি জৈব-রাসায়নিকমিশ্রণ স্যালাইন নেওয়ার মতন রক্তনালীতে প্রবেশ করে রক্তনালীর ব্লকেজ কমিয়ে দেয়। এ রসায়নের মাত্রা কেবল বিশেষজ্ঞ ডাক্তার নির্ধারণ করেন। যা রোগীভেদে ভিন্ন হয়ে থাকে। এ চিকিৎসা ব্যবস্থায় ২০-৩০টি ডোজ ৪০-৬০ দিনের সময়সীমায় দেয়া হয়। এই চিকিৎসাসেবাকে কার্ডিয়াক ডিটক্স বলে। এ ব্যবস্থাতেও রোগী নিজ অবস্থান থেকে এসে চিকিৎসা নিতে পারেন।
সাওল হার্ট সেন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ডিয়াক ডিটক্স চিকিৎসাসেবা দেওয়া হয়।
নেচারাল বাইপাস (এনবিপি) :
নেচারাল বাইপাস সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক প্রমাণিত উপায় ও প্রায় শতভাগ সফল একটা হৃদরোগ চিকিৎসা পদ্ধতি। এর জন্য একটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড মেশিন প্রয়োজন যার মাধ্যমে ৩০-৫০টি সেশনে চিকিৎসা নিলে মানুষের হৃদপিত্তে সুপ্ত রক্তনালি সক্রিয় ও সচল হয়ে হৃদপিন্ডের রক্ত সরবরাহ বৃদ্ধি করে। এ মেশিনের নাম EECP/ECP/PANB। রক্তনালির ভিতরের দেয়ালের কোষ (Endothelial Cells) কেবলমাত্র রক্ত প্রবাহজনিত ঘর্ষণ ও চাপে Antigenic Growth Factors (AGF) নামক রাসায়নিক দ্রব্য উৎপন্ন হয়। AGF সুপ্ত রক্তনালী খুলে দেয় এবং প্রয়োজনীয় নতুন রক্তনালী তৈরি করে। এ মেশিনে এক ঘণ্টার চিকিৎসা নিলে Vascular Endothelial Growth Factor (VEGF) প্রায় ২১% এর বেশি উৎপন্ন হয়। উক্ত মেশিনে চিকিৎসা নিলে রক্তনালির দেয়ালে রক্ত প্রবাহজনিত তীব্রচাপে প্রদাহ অবসানকারী কার্যকারিতা (Anti Inflammatory Effect) বৃদ্ধি পায়। রক্তনালির প্রসারণ ও সংকোচন (Vascular Reactivity) ক্ষমতা বৃদ্ধি করে। যে বহুবিধ উপায়ে ব্যায়াম মানুষের উপকার করে, ECP মেশিন রক্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে একইরূপে স্বাস্থ্যকে উন্নততর করে। এটা রক্তনালির ভিতরের আবরণের কোষ-ক্রিয়ার উন্নয়ন ঘটায়। এ মেশিনে চিকিৎসা চলাকালিন সময়ে এন্ডোথেলিন ৪০% এবং চিকিৎসা শেষে ১ মাস পর্যন্ত ২০% হারে কমতে থাকে।এ মেশিনের চিকিৎসার ফলে রক্তনালির অন্যতম সংকোচক এনজিওটেনসিল-২ এর মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। ওপরোক্ত ধনাত্মক (Positive) প্রভাব এ মেশিনে চিকিৎসা শুরু হওয়ার সাথে সাথেই পরিলক্ষিত হয়। যদিও সমান্তরাল পার্শ্ব রক্তনালী (Collateral Blood Vassels) সৃষ্টি ও তাদের কার্যকারিতা শুরু হতে কয়েক সপ্তাহ লেগে যায়, তবুও রক্তনালির কোষের বায়ো-রসায়নের পরিবর্তন যেমন নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি ও এন্ডোথেলিনের মাত্রা হ্রাস সাথে সাথেই শুরু হওয়ার কারণে রোগিরা এ চিকিৎসা শুরুর প্রথম সপ্তাহ থেকেই অপেক্ষাকৃত সুস্থবোধ করেন।সাওল হার্ট সেন্টারে প্রতিদিন সকাল ৮টা-রাত ৯টা পর্যন্ত নেচারাল বাইপাস (এনবিপি) চিকিৎসাসেবা দেওয়া হয়।সাধারণতঃ প্রতিবার ১ ঘণ্টা করে করে মোট ৩৫ ঘণ্টা কোর্স করতে ডাক্তার পরামর্শ দেন।
ডায়েট পরামর্শ :
প্রতিদিন সকাল ৯টা-রাত ৫টা পর্যন্ত ডায়েট পরামর্শ দেওয়া হয়।
ভিজিট ফি :
প্রথম বার – ৭০০ টাকা।
পরে প্রতিবার ৫০০ টাকা।
শম্পা আকতার, বিএসসি (সম্মান), এমএসসি
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়
ডায়েটিশিয়ান
সকাল ৯টা-বিকাল ৩টা।
মিশু দাস, বিএসসি (সম্মান), এমএসসি
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়
ডায়েটিশিয়ান
সকাল ১১টা-বিকাল ৫টা।
ডায়াগনস্টিক সেবা :
প্রতি তিনমাসে একবার আপনার লিপিড প্রোফাইল পরীক্ষা করা আবশ্যক।সাওল হার্ট সেন্টারে প্রতিদিন সকাল ৯টা-রাত ৫টা পর্যন্ত ডায়াগনস্টিক সেবা দেওয়া হয়।
আমরা যে সম্পর্কিত পরীক্ষা সম্পাদন করি:
-
-
- ১. হেমাটোলজি
-
- ২. থ্যালাসেমিয়া
-
- ৩. ডায়াবেটিস
-
- ৪. কিডনী ডিজিস
-
- ৫. হার্ট ডিজিস
-
- ৬. এনিমিয়া প্রোফাইল
-
- ৭. সিরাম ইলেক্ট্রোলাইটস
-
- ৮. লিভার ডিজিস
-
- ৯. থাইরয়েড ডিসঅর্ডার্স
-
- ১০. রিপ্রোডাক্টিভ টেস্ট
-
- ১১. ক্যান্সার মার্কার্স
-
- ১২. এন্ডোক্রিন অ্যান্ড মেটাবোলিক ডিসকর্ডার
-
- ১৩. ইনফেকশিয়াস ডিজিস
-
- ১৪. আরথ্রিটিস ডিজিস
-
- ১৫. অটো ইমিউনি ডিসফাংশন
-
- ১৬. ইউরিন/স্টুল স্যাম্পল
-
- ১৭. মাইক্রোবায়োলজি টেস্টস
-
- ১৮. সেরোলজি
-
- ১৯. ড্রাগ মনিটরিং
-
- ২০. পিসিআর
-
- ২১. হিস্টোপ্যাথোলজি
-
- ২২. সাইটোজেনেটিক্স
-
- ২৩. অ্যালার্জি টেস্ট
-
- ২৪. মোলিকিউলার ডায়াগনস্টিকস
-
২৫. ইমিউনোহিস্টোলজি
অয়েল ফ্রি ক্যাফে :
সুস্থ সুন্দর জীবনের জন্য পরিমিত ও সুষম খাবার চাই। জীবনের শুরু থেকে এই বিষয়টি ঠিকভাবে মেনে চললে রোগের সম্ভাবনা প্রায় থাকেই না। শারীরিক শ্রম অনুযায়ী পুষ্টি বা ক্যালোরি নেয়া অর্থাৎ ভারসাম্য খাবার খাওয়া তাই খুব জরুরি।
প্রযুক্তির নানা সমৃদ্ধির কারণে এখন মানুষের শারীরিক শ্রম কমে এসেছে। পেশা পরিবার ও সমাজের কাজসূত্রে যতোটুকু হাঁটাহাঁটি ওঠাবসা লেখালেখি দেয়ানেয়া, এ-ই আমাদের পরিশ্রম। এটুকু পরিশ্রম করার জন্য প্রতিদিন পুষ্টি বা ক্যালোরি গ্রহণের প্রয়োজন হয় সামান্যই- ব্যক্তি বিশেষে বড়জোর দুই হাজার ক্যালোরি। অথচ আমরা বেশিরভাগ মানুষই প্রয়োজনের তুলনায় প্রতিদিন অনেক বেশি- তিন থেকে চার হাজার ক্যালোরি নিয়ে থাকি। এক্ষেত্রে বাড়তি ক্যালোরি ধীরে ধীরে চর্বি বা কোলেস্টেরলে পরিণত হয়। এই কোলেস্টেরল হার্টের রক্তনালিতে ব্লকেজ সৃষ্টির অন্যতম কারণ হয়।
সাওল চিকিৎসাপদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য বিনাতেলে রান্না খাবার। সাওল হার্ট সেন্টার নিজস্ব ব্যবস্থাপনায় ‘অয়লে ফ্রি ক্যাফে’র মাধ্যমে ন্যায্যমূল্যে বিনাতেলে রান্না খাবার পরিবেশন করে থাকে।সাওল ক্যাফে প্রতিদিন সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ
ঢাকা(বাংলাদেশ প্রধান কার্যালয়)
ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা
+৮৮০ ১৭৭ ৭৭৮ ০৮৫১,
+৮৮০ ২৪৮ ৩১১ ৭৬৩,
+৮৮০ ২৪৮ ৩১৪ ৮৫৯
চট্টগ্রাম
রহিম ম্যানশন (নীচতলা), সূবর্ণা আবাসিক এলাকা
গোলপাহাড় মোড়, ও.আর.নিজাম রোড, চট্টগ্রাম-৪০০০
+৮৮(০৩১) ২৫৫ ১১১৫-৬
সিলেট
খয়রুন ভবন (২য় তলা),
মীরবক্সটুলা, সিলেট-৩১০০
+৮৮০ ১৭৭ ৭৭৮ ০৮৫০
দিল্লি(প্রধান কার্যালয়)
সাত্তারপুর, নয়া দিল্লি-১১০০৩০
২৬৮০২৬৮৫
ডাক্তার ভিজিট :
প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা-রাত ৫টা এর মাঝে রোগী দেখা হয়।
ভিজিট ফি :
প্রথম বার – ১০০০ টাকা।
পরে প্রতিবার ৬০০ টাকা।
তবে ডাক্তার দেখানোর ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেখানো ফ্রি।
ডাক্তারের সূচি
ডাক্তারের নাম | সময় | দিন |
---|---|---|
ডাঃ এম এম রহমান কনসালটেন্ট |
সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ | শনিবার, সোমবার |
ডাঃ ফারহান আহমেদ ইমন কনসালটেন্ট |
সকাল ঌ.০০ থেকে বিকেল ৫.০০ | শনিবার থেকে বৃহস্পতিবার |
ডাঃ জাবিদ-উল-কাদির কনসালটেন্ট |
সকাল ঌ.০০ থেকে বিকেল ৫.০০ | শুক্রবার |
চট্টগ্রামের অনান্য হাসপাতাল সমূহ:
- পোর্টভিউ হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক লিঃ, চট্টগ্রাম
- ট্রিটমেন্ট আই হাসপাতাল, চট্টগ্রাম
- বক্ষব্যাধি হাসপাতাল, চট্টগ্রাম
- সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম
- সাউথ পয়েন্ট হাসপাতাল, চট্টগ্রাম
- সার্জিস্কোপ হাসপাতাল (ইউনিট -1), চট্টগ্রাম
- সাওল হার্ট সেন্টার (বিডি) লি.,চট্টগ্রাম
- সাহিক চট্টগ্রাম উপকেন্দ্র ও বধির শিশুদের সমন্বিত প্রাক-বিদ্যালয়, চট্টগ্রাম
- সেইফ মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
- রয়েল হাসপাতাল (প্রা:) লিমিটেড, চট্টগ্রাম
- কিওরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার (প্রা:) লিমিটেড- হালিশহর শাখা (ইউনিট-১) , চট্টগ্রাম
- কিওরেক্স ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার (প্রা:) লিমিটেড- ইপিজেড শাখা (ইউনিট ২) চট্টগ্রাম
- প্রিমিয়ার হাসপাতাল ও সেবা ডায়াগনস্টিক, চট্টগ্রাম
- পলি হাসপাতাল লি:, চট্টগ্রাম
- মেডিসেইভ ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টার, চট্টগ্রাম
- মহোরা এ.টি.এস ক্লিনিক, চট্টগ্রাম
- মোস্তফা-হাকিম মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রাম
- পিপলস্ হাসপাতাল লিমিটেড & ঈগল আই ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম
- সার্জিস্কোপ হাসপাতাল (ইউনিট -2), চট্টগ্রাম
- সেবা হাসপাতাল (প্রা:) লিমিটেড, চট্টগ্রাম
- মাউন্ট হাসপাতাল (প্রা:) লিমিটেড, চট্টগ্রাম
- মিরর হাসপাতাল, চট্টগ্রাম
- ন্যাশনাল হাসপাতাল (প্রা:) লিমিটেড, চট্টগ্রাম
- পেশেন্ট কেয়ার হাসপাতাল, চট্টগ্রাম
- পুলিশ লাইন্স হাসপাতাল, চট্টগ্রাম
- মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল, চট্টগ্রাম
- নিরাময় ক্লিনিক, চট্টগ্রাম
- মেডিকেল সেন্টার হাসপাতাল, চট্টগ্রাম
- ন্যাশনাল চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম
- ওরিয়েন্টাল ডায়াগনস্টিক সেন্টার লি:, চট্টগ্রাম
- প্যানোরামা হাসপাতাল, চট্টগ্রাম
- এলএমআরএফ চিলড্রেনস হাসপাতাল , চট্টগ্রাম
- জে কে মেমোরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম
- ল্যানসেট হাসপাতাল, চট্টগ্রাম
- মেমন মাতৃসনদ হাসপাতাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন
- জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল, চট্টগ্রাম
- জাহানারা- কামাল জনস্বস্থ্য কেন্দ্র, চট্টগ্রাম
- ম্যাক্স হাসপাতাল লি:, চট্টগ্রাম
- মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ,চট্টগ্রাম
- মিউনিসিপাল এএফসি হেলথ্ হাসপাতাল, চট্টগ্রাম
- লায়ন্স জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
- ইসলামিক ব্যাংক হাসপাতাল, চট্টগ্রাম
- ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম
- হেলথ্ ভিউ ম্যাটারনিটি এন্ড চাইল্ড হাসপাতাল, চট্টগ্রাম
- হেলথ্ হোম প্রা: লিমিটেড, চট্টগ্রাম
- গ্রীন মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র, চট্টগ্রাম
- ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার, চট্টগ্রাম
- হলি হেলথ হাসপাতাল এন্ড ওরিয়েন্টাল ডায়াগনষ্টিক সেন্টার লি:, চট্টগ্রাম
- একুশে হাসপাতাল প্রাইভেট লি, চট্টগ্রাম
- ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম
- হালিশহর হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক, চট্টগ্রাম
- হালিশহর জেনারেল হাসপাতাল লি:, চট্টগ্রাম
- গ্রীন ক্রিসেন্ট মেডিকেল ডায়াগোনস্টিক ,চট্টগ্রাম
- জেনেসিস হেলথ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার, চট্টগ্রাম
- এপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম
- চট্টগ্রাম কসমেটিক এন্ড ডিভাইস খতনা সেন্টার, চট্টগ্রাম
- সিটি কর্পোরেশন আরবান প্রসূতি হাসপাতাল, চট্টগ্রাম
- চট্টগ্রাম মেডিকেল কলেজ কার্ডিয়াক সার্জারি বিভাগ, চট্টগ্রাম
- সিটি চক্ষু হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার, চট্টগ্রাম
- চেকআপ ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম
- শেভরন হাসপাতাল, চট্টগ্রাম
- চাইল্ড কেয়ার হাসপাতাল, চট্টগ্রাম
- ছায়াপথ ক্লিনিক এন্ড হসপিটাল, চট্টগ্রাম
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
- বার্ডস্ এন্ড পেট এনিম্যাল ক্লিনিক, চট্টগ্রাম
- ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
- কার্ডিকেয়ার হার্ট এন্ড জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
- সিইপিজেড হাসপাতাল, চট্টগ্রাম
- সেন্ট্রাল সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম
- বিজিএমইএ হাসপাতাল, চট্টগ্রাম
- ভূইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপ চিকিৎসালয় লিমিটেড, চট্টগ্রাম
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম
- বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রাম
- বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল,চট্টগ্রাম
- আল-আমীন হাসপাতাল (প্রা:) লিমিটেড, চট্টগ্রাম
- ব্যাংকক হাসপাতাল বাংলাদেশ অফিস – চট্টগ্রাম
- এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম
- বাংলাদেশ চক্ষু হাসপাতাল লিঃ (বিএইচ), চট্টগ্রাম
- অ্যাপোলো চেন্নাই স্পেশালাইজড টেলি-ক্লিনিক, চট্টগ্রাম
- আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম
- আরাফ হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম
- একেখান-সিআরপি চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম
- আধুনিক ন্যাশনাল চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম
- সি. এস. সি. আর (প্রা:) লি:, চট্টগ্রাম
- চট্টগ্রাম ইউরোলজি অ্যান্ড জেনারেল হাসপাতাল
- চট্টগ্রাম হেলথ পয়েন্ট হাসপাতাল লি:
- চট্টগ্রাম স্পেশিয়ালাইজড ট্রিটমেন্ট এন্ড ট্রামা সেন্টার (সিএসটিসি)
- চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল
- চট্টগ্রাম শিশু হাসপাতাল প্রাঃ লিঃ
- চিটাগাং বেলভিউ
- চট্টগ্রাম জেনারেল হাসপাতাল
- চট্টগ্রাম গ্রিন লাইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
- চট্টগ্রাম আই ইনফারমারি ও ট্রেনিং কমপ্লক্স, পাহাড়তলী, চট্টগ্রাম
- চট্টগ্রাম আন্তর্জাতিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ), চট্টগ্রাম
কক্সবাজারের হাসপাতাল সমূহ:
- কক্স হেলথ কেয়ার হাসপাতাল
- কক্সবাজার সি সাইড হসপিটাল (প্রাইভেট) লিমিটেড
- কক্সবাজার হোপ হাসপিটাল ও প্রশিক্ষণ কেন্দ্র
- কক্সবাজার মেরিন সিটি হাসপাতাল
- কক্সবাজার ডায়াবেটিক হাসপাতাল
- কক্সবাজার বক্ষ্ব্যাধি ক্লিনিক
- শেভরন ক্লিনিকাল ল্যাবরেটরি কক্সবাজার
- কক্সবাজার সি আই সি হাসপাতাল
- কক্সবাজার কমিউনিটি চক্ষু হাসপাতাল
- কক্সবাজার সেন্ট্রাল হসপিটাল
- কক্সবাজার ডক্টরস চেম্বার
- কক্সবাজার ফুয়াদ-আল-খতিব হাসপাতাল
- কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল
- ডিজিটাল হাসপাতাল কক্সবাজার প্রা: লি:
- কক্সবাজার সিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক
- কক্সবাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল
- কক্স নেশন হাসপাতাল
- কক্সবাজার ইউনিয়ন হাসপাতাল
চকরিয়া উপজেলার হাসপাতাল সমূহ:
- চকরিয়া জমজম হাসপাতাল লিঃ
- চকরিয়া ইউনিক হাসপাতাল (প্রাঃ) লিঃ
- চকরিয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিঃ, চকরিয়া শাখা
- চকরিয়া মেক্স হসপিটাল লিঃ, চকরিয়া শাখা
- চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতাল
- চকরিয়া এশিয়ান হাসপাতাল (প্রা:) লি:
- চকরিয়া সিটি হাসপাতাল
- চকরিয়া সেন্ট্রাল হসপিটাল
- চকরিয়া বদরখালী জেনারেল হাসপাতাল
মহেশখালী হাসপাতাল সমূহ:
পেকুয়া থানার হাসপাতাল সমূহ: