Advanced
Search
  1. Home
  2. Hospitals
  3. সাওল হার্ট সেন্টার (বিডি) লি.,চট্টগ্রাম – Sawal Heart Centre Bd Ltd, Chittagong

Doctor list

No Onboard Doctors.

About “সাওল হার্ট সেন্টার (বিডি) লি.,চট্টগ্রাম – Sawal Heart Centre Bd Ltd, Chittagong”

সাওল হার্ট সেন্টার চট্টগ্রাম

সবার জন্য সু-স্বাস্থ্য নিশ্চিতকরনের লক্ষ্যে চট্টগ্রাম শহররে প্রান কেন্দ্র অবস্হিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বক্ষ্ব্যাধি বিশেষায়িত হাসপাতাল। এতে রয়েছে বক্ষ্ব্যাধি রোগীর স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা ।

চিকিৎসা

কার্ডিয়াক ডিটক্স:

কার্ডিয়াক ডিটক্স চিকিৎসা ব্যবস্থায় একটি জৈব-রাসায়নিকমিশ্রণ স্যালাইন নেওয়ার মতন রক্তনালীতে প্রবেশ করে রক্তনালীর ব্লকেজ কমিয়ে দেয়। এ রসায়নের মাত্রা কেবল বিশেষজ্ঞ ডাক্তার নির্ধারণ করেন। যা রোগীভেদে ভিন্ন হয়ে থাকে। এ চিকিৎসা ব্যবস্থায় ২০-৩০টি ডোজ ৪০-৬০ দিনের সময়সীমায় দেয়া হয়। এই চিকিৎসাসেবাকে কার্ডিয়াক ডিটক্স বলে। এ ব্যবস্থাতেও রোগী নিজ অবস্থান থেকে এসে চিকিৎসা নিতে পারেন।

সাওল হার্ট সেন্টারে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ডিয়াক ডিটক্স চিকিৎসাসেবা দেওয়া হয়।

নেচারাল বাইপাস (এনবিপি) :

নেচারাল বাইপাস সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক প্রমাণিত উপায় ও প্রায় শতভাগ সফল একটা হৃদরোগ চিকিৎসা পদ্ধতি। এর জন্য একটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড মেশিন প্রয়োজন যার মাধ্যমে ৩০-৫০টি সেশনে চিকিৎসা নিলে মানুষের হৃদপিত্তে সুপ্ত রক্তনালি সক্রিয় ও সচল হয়ে হৃদপিন্ডের রক্ত সরবরাহ বৃদ্ধি করে। এ মেশিনের নাম EECP/ECP/PANB। রক্তনালির ভিতরের দেয়ালের কোষ (Endothelial Cells) কেবলমাত্র রক্ত প্রবাহজনিত ঘর্ষণ ও চাপে Antigenic Growth Factors (AGF) নামক রাসায়নিক দ্রব্য উৎপন্ন হয়। AGF সুপ্ত রক্তনালী খুলে দেয় এবং প্রয়োজনীয় নতুন রক্তনালী তৈরি করে। এ মেশিনে এক ঘণ্টার চিকিৎসা নিলে Vascular Endothelial Growth Factor (VEGF) প্রায় ২১% এর বেশি উৎপন্ন হয়। উক্ত মেশিনে চিকিৎসা নিলে রক্তনালির দেয়ালে রক্ত প্রবাহজনিত তীব্রচাপে প্রদাহ অবসানকারী কার্যকারিতা (Anti Inflammatory Effect) বৃদ্ধি পায়। রক্তনালির প্রসারণ ও সংকোচন (Vascular Reactivity) ক্ষমতা বৃদ্ধি করে। যে বহুবিধ উপায়ে ব্যায়াম মানুষের উপকার করে, ECP মেশিন রক্ত সরবরাহ বৃদ্ধির মাধ্যমে একইরূপে স্বাস্থ্যকে উন্নততর করে। এটা রক্তনালির ভিতরের আবরণের কোষ-ক্রিয়ার উন্নয়ন ঘটায়। এ মেশিনে চিকিৎসা চলাকালিন সময়ে এন্ডোথেলিন ৪০% এবং চিকিৎসা শেষে ১ মাস পর্যন্ত ২০% হারে কমতে থাকে।এ মেশিনের চিকিৎসার ফলে রক্তনালির অন্যতম সংকোচক এনজিওটেনসিল-২ এর মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। ওপরোক্ত ধনাত্মক (Positive) প্রভাব এ মেশিনে চিকিৎসা শুরু হওয়ার সাথে সাথেই পরিলক্ষিত হয়। যদিও সমান্তরাল পার্শ্ব রক্তনালী (Collateral Blood Vassels) সৃষ্টি ও তাদের কার্যকারিতা শুরু হতে কয়েক সপ্তাহ লেগে যায়, তবুও রক্তনালির কোষের বায়ো-রসায়নের পরিবর্তন যেমন নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি ও এন্ডোথেলিনের মাত্রা হ্রাস সাথে সাথেই শুরু হওয়ার কারণে রোগিরা এ চিকিৎসা শুরুর প্রথম সপ্তাহ থেকেই অপেক্ষাকৃত সুস্থবোধ করেন।সাওল হার্ট সেন্টারে প্রতিদিন সকাল ৮টা-রাত ৯টা পর্যন্ত নেচারাল বাইপাস (এনবিপি) চিকিৎসাসেবা দেওয়া হয়।সাধারণতঃ প্রতিবার ১ ঘণ্টা করে করে মোট ৩৫ ঘণ্টা কোর্স করতে ডাক্তার পরামর্শ দেন।

ডায়েট পরামর্শ :

প্রতিদিন সকাল ৯টা-রাত ৫টা পর্যন্ত ডায়েট পরামর্শ দেওয়া হয়।
ভিজিট ফি :
প্রথম বার – ৭০০ টাকা।
পরে প্রতিবার ৫০০ টাকা।

শম্পা আকতার, বিএসসি (সম্মান), এমএসসি
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়
ডায়েটিশিয়ান
সকাল ৯টা-বিকাল ৩টা।

মিশু দাস, বিএসসি (সম্মান), এমএসসি
খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়
ডায়েটিশিয়ান
সকাল ১১টা-বিকাল ৫টা।

ডায়াগনস্টিক সেবা :

প্রতি তিনমাসে একবার আপনার লিপিড প্রোফাইল পরীক্ষা করা আবশ্যক।সাওল হার্ট সেন্টারে প্রতিদিন সকাল ৯টা-রাত ৫টা পর্যন্ত ডায়াগনস্টিক সেবা দেওয়া হয়।
আমরা যে সম্পর্কিত পরীক্ষা সম্পাদন করি:

      • ১. হেমাটোলজি
      • ২. থ্যালাসেমিয়া
      • ৩. ডায়াবেটিস
      • ৪. কিডনী ডিজিস
      • ৫. হার্ট ডিজিস
      • ৬. এনিমিয়া প্রোফাইল
      • ৭. সিরাম ইলেক্ট্রোলাইটস
      • ৮. লিভার ডিজিস
      • ৯. থাইরয়েড ডিসঅর্ডার্স
      • ১০. রিপ্রোডাক্টিভ টেস্ট
      • ১১. ক্যান্সার মার্কার্স
      • ১২. এন্ডোক্রিন অ্যান্ড মেটাবোলিক ডিসকর্ডার
      • ১৩. ইনফেকশিয়াস ডিজিস
      • ১৪. আরথ্রিটিস ডিজিস
      • ১৫. অটো ইমিউনি ডিসফাংশন
      • ১৬. ইউরিন/স্টুল স্যাম্পল
      • ১৭. মাইক্রোবায়োলজি টেস্টস
      • ১৮. সেরোলজি
      • ১৯. ড্রাগ মনিটরিং
      • ২০. পিসিআর
      • ২১. হিস্টোপ্যাথোলজি
      • ২২. সাইটোজেনেটিক্স
      • ২৩. অ্যালার্জি টেস্ট
      • ২৪. মোলিকিউলার ডায়াগনস্টিকস

২৫. ইমিউনোহিস্টোলজি

অয়েল ফ্রি ক্যাফে :

সুস্থ সুন্দর জীবনের জন্য পরিমিত ও সুষম খাবার চাই। জীবনের শুরু থেকে এই বিষয়টি ঠিকভাবে মেনে চললে রোগের সম্ভাবনা প্রায় থাকেই না। শারীরিক শ্রম অনুযায়ী পুষ্টি বা ক্যালোরি নেয়া অর্থাৎ ভারসাম্য খাবার খাওয়া তাই খুব জরুরি।

প্রযুক্তির নানা সমৃদ্ধির কারণে এখন মানুষের শারীরিক শ্রম কমে এসেছে। পেশা পরিবার ও সমাজের কাজসূত্রে যতোটুকু হাঁটাহাঁটি ওঠাবসা লেখালেখি দেয়ানেয়া, এ-ই আমাদের পরিশ্রম। এটুকু পরিশ্রম করার জন্য প্রতিদিন পুষ্টি বা ক্যালোরি গ্রহণের প্রয়োজন হয় সামান্যই- ব্যক্তি বিশেষে বড়জোর দুই হাজার ক্যালোরি। অথচ আমরা বেশিরভাগ মানুষই প্রয়োজনের তুলনায় প্রতিদিন অনেক বেশি- তিন থেকে চার হাজার ক্যালোরি নিয়ে থাকি। এক্ষেত্রে বাড়তি ক্যালোরি ধীরে ধীরে চর্বি বা কোলেস্টেরলে পরিণত হয়। এই কোলেস্টেরল হার্টের রক্তনালিতে ব্লকেজ সৃষ্টির অন্যতম কারণ হয়।

সাওল চিকিৎসাপদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য বিনাতেলে রান্না খাবার। সাওল হার্ট সেন্টার নিজস্ব ব্যবস্থাপনায় ‘অয়লে ফ্রি ক্যাফে’র মাধ্যমে ন্যায্যমূল্যে বিনাতেলে রান্না খাবার পরিবেশন করে থাকে।সাওল ক্যাফে প্রতিদিন সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

যোগাযোগ

ঢাকা(বাংলাদেশ প্রধান কার্যালয়)

বাড়ি # ২৬
ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা

টেলি:
+৮৮০ ১৭৫ ৫৬৬ ০৭৭৭,
+৮৮০ ১৭৭ ৭৭৮ ০৮৫১,
+৮৮০ ২৪৮ ৩১১ ৭৬৩,
+৮৮০ ২৪৮ ৩১৪ ৮৫৯

saaol.com.bd

চট্টগ্রাম

বাড়ি # ১০৫৪
রহিম ম্যানশন (নীচতলা), সূবর্ণা আবাসিক এলাকা
গোলপাহাড় মোড়, ও.আর.নিজাম রোড, চট্টগ্রাম-৪০০০

টেলি:
+৮৮০ ১৭৭ ৭৭৮ ০৮৬১,
+৮৮(০৩১) ২৫৫ ১১১৫-৬

saaol.com.bd

সিলেট

হোল্ডিং # ০৩৭৯০০
খয়রুন ভবন (২য় তলা),
মীরবক্সটুলা, সিলেট-৩১০০

টেলি:
+৮৮০ ১৭৭ ৭৭৮ ০৮৬০,
+৮৮০ ১৭৭ ৭৭৮ ০৮৫০

saaol.com.bd

দিল্লি(প্রধান কার্যালয়)

ডিএলফ ওয়েস্তেন্দ মান্দি রোড
সাত্তারপুর, নয়া দিল্লি-১১০০৩০

টেলি:
০১১-২৬৮০২৬৮৪,
২৬৮০২৬৮৫

saaolheartcenter.com

ডাক্তার ভিজিট :

প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা-রাত ৫টা এর মাঝে রোগী দেখা হয়।
ভিজিট ফি :
প্রথম বার – ১০০০ টাকা।
পরে প্রতিবার ৬০০ টাকা।
তবে ডাক্তার দেখানোর ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেখানো ফ্রি।

ডাক্তারের সূচি

ডাক্তারের নাম সময় দিন
ডাঃ এম এম রহমান
কনসালটেন্ট
সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ শনিবার, সোমবার
ডাঃ ফারহান আহমেদ ইমন
কনসালটেন্ট
সকাল ঌ.০০ থেকে বিকেল ৫.০০ শনিবার থেকে বৃহস্পতিবার
ডাঃ জাবিদ-উল-কাদির
কনসালটেন্ট
সকাল ঌ.০০ থেকে বিকেল ৫.০০ শুক্রবার

চট্টগ্রামের অনান্য হাসপাতাল সমূহ:

 

কক্সবাজারের হাসপাতাল সমূহ:

চকরিয়া উপজেলার হাসপাতাল সমূহ:

 

মহেশখালী হাসপাতাল সমূহ:

 

পেকুয়া থানার হাসপাতাল সমূহ:

 

উখিয়ার হাসপাতাল সমূহ:

Offered Services

ইন্টারনাল মেডিসিন
ইন্টারনাল মেডিসিন
error: Content is protected !!