

ডা: হিমাদ্রি কর – Dr. Himadri Kar
- এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী), এমএস (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট,ঢাকা)
- 0 Feedback
আপনি অবগত আছেন যে, কক্সবাজার কেন্দ্রিক চিকিৎসা সেবার মান আরও একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা সেবা সাধারণ জনগণের দোর গোড়ায় পৌছে দিতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কক্সবাজার ডিজিটাল হাসপাতাল ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
এতে যা রয়েছেঃ
রোগ নিরূপন বিভাগঃ
অত্যাধুনিক কালার ডপলার মেশিনে আন্ট্রাসনোগ্রাফী ও ইকোকার্ডিওাফী, ডিজিটাল এক্সরে, রিপোর্টসহ ইসিজি এবং লেটেস্ট প্রযুক্তি সম্বলিত আমেরিকা ও জামনীর তৈরী মেশিনে রক্ত, পায়খানা, প্রস্রাব, হরমোন, ইলোক্ট্রোলাইট ও বায়োকেমিস্ট্রিসহ যাবতীয় প্যাথলজী পরীক্ষার সুব্যবস্থা।